1. munshiganjsangbad.net@gmail.com : মুন্সিগঞ্জ সংবাদ :
  2. kaium07bics@gmail.com : madmin :
September 19, 2025, 4:36 pm
শিরোনাম
শিক্ষার্থীদের জন্য ভূমি সচেতনতামূলক বই ‘ভূমিকথা’ বিতরণ বিচারপ্রার্থীদের সেবা নিশ্চিতের লক্ষ্যে আদালত পরিদর্শনে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট লৌহজংয়ে আইসক্রিম ফ্যাক্টরিকে ২০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জে সাংবাদিকদের নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শ্রীনগরে কার্টনের ভেতর নবজাতকের মরদেহ উদ্ধার মুন্সীগঞ্জে নবাগত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাব্বির মাহমুদ চৌধুরীর আদালতে যোগদান টঙ্গীবাড়িতে এক প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জ যুবদলের সদস্য সচিবের পদ পূর্ণ বহালের দাবীতে বিক্ষোভ মিছিল  মুন্সীগঞ্জে দু’ই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৬ টঙ্গীবাড়িতে ২ প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা

ময়মনসিংহে বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, অক্টোবর ২১, ২০২৪,
  • 94 Time View

কাগজ প্রতিবেদক
ময়মনসিংহে বিভাগীয় কমিশনার কার্যালয়ের আয়োজনে বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সমন্বয় সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া। সভায় ময়মনসিংহের উপ মহা পুলিশ পরিদর্শক ড. মোঃ আশরাফুর রহমান, ময়মনসিংহ স্বাস্থ্য অধিদপ্তর এর উপ-পরিচালক ডাঃ প্রদীপ কুমার সাহা, ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম, নেত্রকোনা জেলা প্রশাসক বনানী বিশ্বাস, শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, জামালপুর জেলা প্রশাসক হাছিনা বেগমসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ আরো উপস্থিত ছিলেন।
সভায় বিভাগীয় কমিশনার বলেন, বর্তমান অন্তবর্তীকালীন সরকারের বেশ কিছু ইতিবাচক চাওয়া পাওয়া ও পরিবর্তন রয়েছে। যা আমাদের সকল দপ্তরের সমন্বয়ে জনস্বার্থে অবশ্যই পূরণ করতে হবে। বর্তমান সময়ে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ করা আমাদের প্রত্যেকের জন্য একটি গুরুত্বপূর্ণ কাজ। দ্রব্যমূল্য উর্ধ্বগতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট প্রত্যেকটি দপ্তরকে আরো দায়িত্বশীল হতে হবে। বাজার মনিটরিং ক্ষেত্রে আরও জোরদার ভূমিকা পালন করতে হবে।
এসময় তিনি উপস্থিত চার জেলার জেলা প্রশাসকদের উদ্দেশ্য বলেন, প্রান্তিক কৃষকরা যাতে সরাসরি তাদের পণ্য বাজারে এসে বিক্রয় করতে পারে সেই বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান। যাতে করে কৃষকরা তাদের পণ্যের প্রকৃত দাম পায় এবং ভোক্ততারাও সুলভ মূল্যে পণ্য ক্রয় করতে পারে।
ময়মনসিংহ স্বাস্থ্য অধিদপ্তর এর উপ-পরিচালক ডাঃ প্রদীপ কুমার সাহা বলেন, আগামী ২৪ অক্টোবর হতে ময়মনসিংহ বিভাগ ও ময়মনসিংহ জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ৫ম হতে ৯ম শ্রেণী ও সমমানের ছাত্রী এবং পিআই নির্ধারিত টিকাদান কেন্দ্রে ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদের বিনামূল্যে এক ডোজ এইচপিভি টিকা প্রদান করা হবে।
ময়মনসিংহ গণপূর্ত অধিদপ্তরের প্রতিনিধি জানান, খালিয়াজুরি ফায়ার স্টেশনের সাথে সংযোগ সড়ক নির্মাণের জন্য পূর্ত কাজের প্রাক্কলন মহাপরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, ঢাকা বরাবর প্রশাসনিক অনুমোদন ও অর্থ বরাদ্দের জন্য প্রেরণ করা হয়েছে। এছাড়াও চলমান সকল প্রকল্প মানসম্মতভাবে যথাযথ সময়ে সম্পন্ন করতে নির্দেশনা প্রদান করা হয়েছে ।
ময়মনসিংহের উপ মহা পুলিশ পরিদর্শক ড. মোঃ আশরাফুর রহমান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট সকলের সাথে সমন্বয় সাধন পূর্বক বিভিন্ন নাশকতাসহ যেকোনো ধরনের আইন-শৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলায় ময়মনসিংহ পুলিশ তৎপর রয়েছে। এছাড়াও যানজট নিরশনে ফুটপাত ও সড়ক অবৈধ দখলমুক্ত করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

© All rights reserved © 2025