1. munshiganjsangbad.net@gmail.com : মুন্সিগঞ্জ সংবাদ :
  2. kaium07bics@gmail.com : madmin :
September 20, 2025, 5:15 am
শিরোনাম
শিক্ষার্থীদের জন্য ভূমি সচেতনতামূলক বই ‘ভূমিকথা’ বিতরণ বিচারপ্রার্থীদের সেবা নিশ্চিতের লক্ষ্যে আদালত পরিদর্শনে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট লৌহজংয়ে আইসক্রিম ফ্যাক্টরিকে ২০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জে সাংবাদিকদের নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শ্রীনগরে কার্টনের ভেতর নবজাতকের মরদেহ উদ্ধার মুন্সীগঞ্জে নবাগত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাব্বির মাহমুদ চৌধুরীর আদালতে যোগদান টঙ্গীবাড়িতে এক প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জ যুবদলের সদস্য সচিবের পদ পূর্ণ বহালের দাবীতে বিক্ষোভ মিছিল  মুন্সীগঞ্জে দু’ই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৬ টঙ্গীবাড়িতে ২ প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা

সাংবাদিক নাদিম হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী সাংবাদিক নেতাদের

Reporter Name
  • Update Time : শুক্রবার, জুলাই ২১, ২০২৩,
  • 309 Time View

কাগজ প্রতিবেদক, বকশিগঞ্জ :

জামালপুরের বকশিগঞ্জে সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে বকশিগঞ্জ উপজেলার পাট হাটি মোড়ে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়ন (এমইউজে), জামালপুর সাংবাদিক ফোরাম, ঢাকা, বকশিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে এবং জামালপুর, শেরপুর েও নেত্রকোনা জেলার সাংবাদিক সংগঠনের নেতা ও কর্মীরা এই সমাবেশে যোগ দেয়।
এমইউজে’র সভাপতি আতাউল করিম খোকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ, বিএফইউজে’র সভাপতি ওমর ফারুক, বিএফইউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, সহ-সভাপতি মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, বিএফইউজে’র যুগ্ম-মহাসচিব শেখ মামুনুর রশিদ, অমিত রায়, ডিইউজে’র সাধারণ সম্পাদক আকতার হোসেন, বিএফইউজে’র সদস্য আবু সালেহ মো. মুসা, ঢাকাস্থ  জামালপুর সাংবাদিক ফোরামের  সভাপতি মোহাম্মদ আবু সাঈদ, সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল, বকশিগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর এবং নিহত সাংবাদিক নাদিমের মেয়ে রাব্বিলাতুল জান্নাত প্রমুখ বক্তব্য রাখেন।

প্রধান অতিথি বিএফইউজের সভাপতি ওমর ফারুক বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় রাজাকার-হানাদাররা বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। একই কায়দায় একাত্তরের সেই ঘাতক দালালরা সাংবাদিক নাদিমকে হত্যা করেছে। এ সময় সাংবাদিক নাদিম হত্যা মামলায় যেসব আসামি এখনো গ্রেফতার হয়নি তাদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার এবং হত্যাকাণ্ডের নেপথ্যের হোতাদেরও আইনের আওতায় এনে এফআইআরভুক্ত করার দাবি জানান তিনি।

প্রধান বক্তা বিএফইউজের সভাপতি মনজুরুল আহসান বুলবুল বলেন, সাংবাদিক নাদিমকে হত্যার পর এখন তার পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে। নাদিমের পরিবারের যদি কিছু হয় এর দায় স্থানীয় জনপ্রতিনিধিদের নিতে হবে। নিরাপত্তা দিতে ব্যর্থ হলে আইনশৃঙ্খলা বাহিনীকেও এর দায়দায়িত্ব নিতে হবে।

এ সময় সাংবাদিক নাদিমের মেয়ে রাব্বিলা তুল জান্নাত তার বক্তব্যে বিভিন্ন সময় নাদিমের ওপর হামলা, মামলা, নির্যাতন ও হুমকির ধারাবাহিক বর্ণনা দেন এবং হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সব জড়িতদের বিচারের দাবি করেন।

এর আগে বকশীগঞ্জের গোমেরচরে নিহত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের বাড়িতে যান সাংবাদিক নেতারা। সেখানে নিহত নাদিমের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তারা ও সাংবাদিক নাদিমের সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানান এবং তার কবর জিয়ারত করেন উপস্থিত নেতারা।

অনলাইন নিউজ পোর্টাল বাংলা নিউজের জামালপুর প্রতিনিধি এবং একাত্তর টিভির সাংবাদিক গোলাম রব্বানী নাদিম গত ১৪ জুন বকশিগঞ্জ শহরের পাটহাটি মোড়ে একদল দুর্বৃত্তের হামলায় মারাত্মকভাবে আহত হন। পরের দিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

© All rights reserved © 2025