1. munshiganjsangbad.net@gmail.com : মুন্সিগঞ্জ সংবাদ :
  2. kaium07bics@gmail.com : madmin :
September 19, 2025, 8:50 am
শিরোনাম
শিক্ষার্থীদের জন্য ভূমি সচেতনতামূলক বই ‘ভূমিকথা’ বিতরণ বিচারপ্রার্থীদের সেবা নিশ্চিতের লক্ষ্যে আদালত পরিদর্শনে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট লৌহজংয়ে আইসক্রিম ফ্যাক্টরিকে ২০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জে সাংবাদিকদের নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শ্রীনগরে কার্টনের ভেতর নবজাতকের মরদেহ উদ্ধার মুন্সীগঞ্জে নবাগত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাব্বির মাহমুদ চৌধুরীর আদালতে যোগদান টঙ্গীবাড়িতে এক প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জ যুবদলের সদস্য সচিবের পদ পূর্ণ বহালের দাবীতে বিক্ষোভ মিছিল  মুন্সীগঞ্জে দু’ই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৬ টঙ্গীবাড়িতে ২ প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা

গৌরীপুরে চক্ষু চিকিৎসক ডা. মুকতাদিরকে সংবর্ধনা

Reporter Name
  • Update Time : শনিবার, নভেম্বর ৯, ২০২৪,
  • 76 Time View

কাগজ প্রতিবেদক, গৌরীপুর
ময়মনসিংহের গৌরীপুরের ডা. মুকতাদির চক্ষু হাসপাতালের প্রতিষ্ঠাতা বিশিষ্ট চক্ষু চিকিৎসক বীর মুক্তিযোদ্ধা ডা. এ.কে.এম.এ মুকতাদির স্বাধীনতা পদক ও ভারতের গুরু পুজান অর্জন করায় যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে গতকাল শনিবার তাঁকে সংবর্ধিত করা হয়।
সংবর্ধিত অতিথি ডা. একেএমএ মুকতাদির বলেন, প্রত্যেকের নিকট জন্মভূমি মাতৃতূল্য, নিজের মায়ের মতো করে সেই স্থানের মানুষকেও মায়ের সেবা দিতে হবে। আমরা যদি মাতৃভূমি, মাটি ও মানুষকে ভালোবাসি তাহলেই চিরজীবন মানুষের মাঝে বেঁচে থাকবো।
তিনি আরও বলেন, আমি অভিভূত। স্বজনদের এতো কার্যক্রম দেখে। দূর্গত মানুষের পাশে দাঁড়ান। প্রকৃতি রক্ষা, অন্যায়ের প্রতিবাদ, সমাজসেবা, সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনে স্বজনদের যে বিচরণ, তা আর কারও মাঝে দেখতেই পাই না। মানব কল্যাণের মাধ্যমে স্বজনদের এ অগ্রযাত্রা অব্যাহত থাকুক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরীপুর স্বজন সমাবেশের সভাপতি মোঃ এমদাদুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সেলিম আল রাজ। বক্তব্য রাখেন গৌরীপুর শারীরিক শিক্ষাবিদ সমিতির সভাপতি আব্দুল মালেক, গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন, যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, উদীচী গৌরীপুর শাখার সভাপতি ওবায়দুর রহমান,
গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিজন চন্দ্র সরকার, দৈনিক আজকালের প্রতিনিধি মোস্তাফিজুর রহমান বুরহান, উপজেলা স্বজন সমাবেশের সহসভাপতি শামীমা খানম মীনা, সাংস্কৃতিক সম্পাদক গোপা দাস, সাংবাদিক আব্দুর রউফ দুদু, শামীম আনোয়ার, তাসাদদুল করিম, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি গৌরীপুর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, স্বজন এহসানুল হক জারিফ, জাইয়ান মুনতাসিফ প্রমুখ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগের সাবেক বিভাগীয় প্রধান চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক মুক্তিযোদ্ধা ডা. এ. কে. এম. এ মুকতাদির কে শ গ্রামীণ এলাকায় চোখের চিকিৎসায় অসামান্য অবদানের জন্য ভারতের বিলাসপুরে অনুষ্ঠিত অল ইন্ডিয়া অফথালমোজিক্যাল সোসাইটি গত সেপ্টেম্বরে গুরু পুজান পদক অর্জন করেন ও ২০২০সনে তিনি স্বাধীনতা পদকে ভূষিত হন। এছাড়াও তিনি প্রত্যন্ত অঞ্চলে বিনামূল্যে এ চিকিৎসা কার্যক্রমের জন্য ২০১৬সালের ২২অক্টোবর ভারতের তিরুচিরাপল্লীতে এ্যাসোসিয়েশন অফ কমিউনিটি অফথ্যালমলোজি ইন ইন্ডিয়া আয়োজিত অনুষ্ঠানে লাইফ টাইম এ্যাচিভমেন্ট এ্যাওয়ার্ড, চক্ষু চিকিৎসা ক্ষেত্রে অসাধারণ অবদানের স্বীকৃতি স্বরূপ ২০১৪ সালে রাষ্ট্রপতি আবদুল হামিদ এ্যাওয়ার্ড, ২০০২সালে লায়ন্স এফ্রিসিওয়ান এ্যাওয়ার্ড, ২০০৫সালে এএফএও কর্তৃক ডিসটিংগোয়িং সার্ভিস এ্যাওয়ার্ড, একেদাস এ্যান্ডওমেন্ট এ্যাওয়ার্ড, ২০১৫সালে ভারতে গোল্ডমেডেলসহ দেশ ও বিদেশে ১৯টি এ্যাওয়ার্ড অর্জন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

© All rights reserved © 2025