মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কনকসার বাজারে এক আইসক্রিম ফ্যাক্টরিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার( ১১ সেপ্টেম্বর) দুপুর দুইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংর¶ণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। এসময় আপন ফুড এন্ড আইসক্রিম ফ্যাক্টরিতে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন ধরনের আইসক্রিম প্রস্তুত ও সংরক্ষণ করায় প্রতিষ্ঠানটির মালিক মো. রফিকুল ইসলামকে সমুদয় টাকা জরিমানা করা হয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্য সম্মত প্রক্রিয়ায় আইসক্রিম প্রস্তুত করার নির্দেশ দেয়া হয়। অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নাজমুল হোসেন ও লৌহজং থানা পুলিশের একটি দল। এ ব্যাপারে আসিফ আল আজাদ জানান, আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে।