এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য কাজী আবু সুফিয়ান বিপ্লব, শহর বিএনপির ৩ নং ওয়ার্ড সভাপতি মো. শিপলু সিকদার, জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক অ্যাডভোকেট মো. আরিফ হোসেন, জেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের আহবায়ক মো. মহসিন হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুব হাসান সোহাগ, গজারিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক হারুন সরকার, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক মো.তাইজুল ইসলাম, জেলা জুলাই মঞ্চের আহবায়ক রায়হান রাব্বি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মোস্তফা হাবিবে আলম শাহরিয়ার ভিপি, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল হাসান তুষার, শহর যুবদলের সদস্য সচিব রায়হান কবির, পঞ্চসার ইউনিয়ন যুবদলের আহবায়ক মো. রায়হান মানিক, শহর ছাত্রদলের সদস্য সচিব সাজ্জাদ হোসাইন সরকার, সরকারি হরগঙ্গা কলেজ শাখার সাবেক আহবায়ক আশরাফুল ইসলাম অনিক প্রমুখ।
বক্তারা বলেন, যুবনেতা মাসুদ রানার স্বপদে বহাল করতে হবে করতে হবে। তার বিরুদ্ধে কোন অভিযোগ নেই। তিনি গত ফ্যাসিস সরকারের আমলে দলকে সংঘটিত করে আন্দোলন সংগ্রাম করেছেন। জেল জুলুমের শিকার হয়েছেন। তারা আরও বলেন, অবিলম্বে মাসুদ রানার স্বপদে বহাল না করলে আমরা আন্দোলন অব্যাহত রাখবো।