ঐতিহ্যবাহী বিক্রমপুরের ইতিহাস ও সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্য নিয়ে গবেষক ও লেখক আবদুল গাফফার সিকদার রচিত গ্রন্থ “আমাদের মুন্সীগঞ্জ বিক্রমপুর” এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের শফিউদ্দিন মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করেন স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ ও গণমাধ্যমকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিক্রমপুর শুধু মুন্সীগঞ্জ নয়, গোটা বাংলার ঐতিহ্যের প্রতীক। প্রত্নসম্পদ, প্রাচীন মসজিদ, মাজার, মঠ-মন্দিরসহ আড়িয়ল বিলের সুখ-দুঃখের ইতিহাস বইটিতে নতুনভাবে উপস্থাপিত হয়েছে।
লেখক আবদুল গাফফার সিকদার জানান, দীর্ঘ গবেষণা ও অনুসন্ধানের পর তিনি এ গ্রন্থ রচনা করেছেন। তরুণ প্রজন্ম এ বই পড়ে বিক্রমপুরের অতীত সম্পর্কে সম্যক ধারণা লাভ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থী, গবেষক ও সংস্কৃতিকর্মীরা গভীর আগ্রহের সঙ্গে বইটি সংগ্রহ করেন। বক্তারা গ্রন্থটিকে বিক্রমপুরকে জানার এক অনন্য দলিল বলে উল্লেখ করেন।
মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শহীদ ই হাসান তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামপাল মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জাহাঙ্গীর হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক গবেষক ড. সাইদুল ইসলাম খান অপু ,অ্যাডভোকেট রুজিনা ইয়াসমিন, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাছিসির উদ্দিন জুয়েল, সহসভাপতি গুলজার হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজন হায়দার জনি, সাংবাদিক এমদাদুল হক পলাশ। এছাড়া উপস্থিত ছিলেন মোঃ জসিমউদদীন, নজরুল হাসান ছোটন, আব্দুস সালাম, জুয়েল রানা, আরাফাত বাবু, আরাফাত রায়হান সাকিব প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন লেখক কবি মুজিব রহমান।