মুন্সীগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সংগ্রহ শুরু হয়েছে। গতকাল সোমবার (১৮ আগস্ট) দুপুর ২ টার দিকে জেলা আইনজীবী সমিতির হল রোমে আনুষ্ঠানিক ভাবে ফরম পূরণের মাধ্যমে সদস্য সংগ্রহ শুরু হয়। চলবে আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত। জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহবায়ক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. জাকারিয়া মোল্লার সার্বিক তত্ত্বাবধানে ও ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট মো. সুমন মিয়া সরদারের সহযোগিতায় প্রথম দিনে উপস্থিত ছিলেন, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সভাপতি ও সরকারি কৌশলী (জিপি) অ্যাডভোকেট মো. তোতা মিয়া, জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. হালিম হোসেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর ও আইনজীবী ফোরামের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর হোসেন ঢালী। অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. ইকবাল হোসেন, অ্যাডভোকেট মো. আরিফ হোসেন, অ্যাডভোকেট হাফিজুর রহমান মাহাবুব, ভিপি কৌশলী অ্যাডভোকেট মাহাবুবুর রহমান ঢালী। আরো উপস্থিত ছিলেন, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট খান আতাউর রহমান হিরু, আইনজীবী সমিতির সাবেক সাধারন সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ মাসুদ আলম, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট হুমাউন কবির মিজি (শাহিন), সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আরিফ আহম্মেদ প্রমুখ। এ ব্যাপারে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহবায়ক অ্যাডভোকেট মো. জাকারিয়া মোল্লা জানান, গণতন্ত্রের প্রবক্তা স্বাধীনতার ঘোষক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামকে আরো শক্তিশালী করার লক্ষ্যে সদস্য সংগ্রহ শুরু করেছি।