সাংবাদিকতা পেশায় নিরাপত্তা নিশ্চিতকরণে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মুন্সীগঞ্জে অনুষ্ঠিত হলো “সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের জন্য সর্বাঙ্গীন নিরাপত্তা” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা।
সোমবার (৮ সেপ্টেম্বর) সাপ্তাহিক বিক্রমপুর চিত্র-এর উদ্যোগে এবং ফ্রিপ্রেস আনলিমিটেডের সহযোগিতায় আয়োজিত এ প্রশিক্ষণে জেলার ২০ জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী অংশ নেন। কর্মশালায় অংশগ্রহণকারীরা মাঠপর্যায়ে কাজ করার সময় কীভাবে নিজের নিরাপত্তা নিশ্চিত করা যায় সে বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা পান।
প্রশিক্ষণ পরিচালনা করেন লেখক ও গবেষক গৌতম কুমার সান্যাল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিক্রমপুর চিত্র-এর প্রধান সম্পাদক শহীদ-ই-হাসান তুহিন। এছাড়া লিডিং অর্গানাইজেশন হিসেবে উপস্থিত ছিলেন ডেভেলপমেন্ট সোসাইটি-এর প্রতিনিধি মিঠু সরকার, বিক্রমপুর চিত্র-এর সাব-এডিটর শাহজাহান মিয়া, প্রতিনিধি কবিতা আফরোজ এবং প্রকৃতি সংরক্ষণ ও উন্নয়ন সংস্থা-এর প্রোগ্রাম অফিসার আব্দুল কাউম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও গবেষক ড. সাইদুল ইসরাম খান, লেখক ও গবেষক গাফ্ফার সিকদার, মানবাধিকার কর্মী সাঈদ হোসেন হুমায়ুন এবং তালুকদার আব্দুল সানাম।
এছাড়া সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি গোলজার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশিদ খোকা, এটিএন নিউজের স্টাফ রিপোর্টার ভবতোষ চৌধুরী, নয়া দিগন্ত জেলা প্রতিনিধি আবদুস সালাম, মাই টিভির সাংবাদিক শেখ মো. রতন, দৈনিক খোলা কাগজের প্রতিনিধি জসিম উদ্দিন, গ্লোবাল টিভির প্রতিনিধি হাসান জুযেল, নাগরিক টিভির প্রতিনিধি জুয়েল রানা, বিটিভির প্রতিনিধি মো. উজ্জ্বল এবং দৈনিক খবর পত্রিকার জেলা প্রতিনিধি হুমায়ুন আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার আহ্বান জানান এবং পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্বশীল সাংবাদিকতা করার ওপর গুরুত্বারোপ করেন।