মুন্সীগঞ্জে নবাগত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাব্বির মাহমুদ চৌধুরী আদালতের বিচারিক কাজে যোগদান করেন। রবিবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে আদালতের আসনে বসে বিচারিক কার্যক্রম শুরু করেন তিনি। বিচারকের আগমন উপলক্ষ্যে ফুলেল শুভেচ্ছা জানান, ওই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সুলতানা রোজিনা ইয়াসমিন। এসময় উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী সহকারী সমিতির সিনিয়র সদস্য শ্রীকান্ত দাস। এর আগে তিনি কুমিল্লা জেলায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করেন। গেল ২৫ আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩ এর উপ সচিব (প্রশাসন-১) এএফএম গোলজার রহমানের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিচারক সাব্বির মাহমুদ চৌধুরীর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে মুন্সীগঞ্জে যোগদানের আদেশ হয়েছে। একই আদেশে মুন্সীগঞ্জের বিদায়ী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেনকে গাজীপুর জেলায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে বদলির আদেশ হয়। বিষয়টি নিশ্চিত করেন, আদালতের নাজির মো. আবু হানিফ। এ ব্যাপারে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী বুলবুল আহমেদ জানান, আমাদের নতুন স্যার মুন্সীগঞ্জে এসে আজ পূর্ণ দিবস আদালতের বিচারিক দায়িত্ব পালন করেছেন।