মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বালিগাঁও বাজারের এক প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে বারোটা থেকে দেড়টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংর¶ণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। এসময় পৃথিবী মিনি সুপার মার্কেটে মনিটরিং কালে দেখা যায় প্রতিষ্ঠানটিতে মেয়াদোত্তীর্ণ পণ্য সামগ্রী দোকানে বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণ করা হচ্ছে। ভোক্তা অধিকার সংর¶ণ আইনে প্রতিষ্ঠানটির ম্যানেজার মোহাম্মদ রমজানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয় এবং মেয়াদোত্তীর্ণ পণ্য সামগ্রী দোকানে প্রদর্শন ও সংরক্ষণ না করার নির্দেশ দেওয়া হয়। অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুন ও টংগিবাড়ি থানা পুলিশের একটি দল। এ ব্যাপারে জেলা ভোক্তা অধিকার সংর¶ণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ জানান, আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে।