1. munshiganjsangbad.net@gmail.com : মুন্সিগঞ্জ সংবাদ :
  2. kaium07bics@gmail.com : madmin :
September 19, 2025, 7:44 am
শিরোনাম
শিক্ষার্থীদের জন্য ভূমি সচেতনতামূলক বই ‘ভূমিকথা’ বিতরণ বিচারপ্রার্থীদের সেবা নিশ্চিতের লক্ষ্যে আদালত পরিদর্শনে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট লৌহজংয়ে আইসক্রিম ফ্যাক্টরিকে ২০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জে সাংবাদিকদের নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শ্রীনগরে কার্টনের ভেতর নবজাতকের মরদেহ উদ্ধার মুন্সীগঞ্জে নবাগত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাব্বির মাহমুদ চৌধুরীর আদালতে যোগদান টঙ্গীবাড়িতে এক প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জ যুবদলের সদস্য সচিবের পদ পূর্ণ বহালের দাবীতে বিক্ষোভ মিছিল  মুন্সীগঞ্জে দু’ই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৬ টঙ্গীবাড়িতে ২ প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা

কারো কথায় নয়, আমাদের সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন হবে : কৃষিমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, জুলাই ১৬, ২০২৩,
  • 287 Time View

১৬ জুলাই, ২০২৩, বাসস :

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক বলেছেন, আগামী জাতীয় নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। আর ওই নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন।
লাখ-লাখ শহিদের রক্তের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে কে কি বললো, এটা বড় কথা নয়। হোক দেশি কিংবা বিদেশি, এদের কারো কথায় নয়, আমাদের পবিত্র সংবিধান অনুযায়ি আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। কারণ, সংবিধানেই সমস্ত ক্ষমতা দেয়া হয়েছে।’
কৃষিমন্ত্রী শনিবার রাতে তাঁর সংসদীয় আসনে (ধনবাড়ী ও মধুপুর উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসন) ধনবাড়ীর নওয়াব মঞ্জিলে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।
পরে তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বিশেষ করে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন’র (এলডিডিপি) আওতায় ধনবাড়ীর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল মিল্ক ফিডিং কার্যক্রম এবং এলডিডিপি প্রকল্পের মহিলা সদস্যদের মাঝে মুরগীর ঘর বানানো বাবদ বরাদ্দকৃত অর্থের চেক বিতরণ অনুষ্ঠানে যোগদান করেন।
ড. রাজ্জাক বলেন, ‘আপনারা জানেন, বর্তমান সরকারের মেয়াদ শেষ হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটানা তিন বার (প্রায় ১৫ বছর) এই সরকার ক্ষমতায়। এই সরকারের ৩য় মেয়াদ প্রায় শেষের দিকে। সামনে জাতীয় নির্বাচন। শেখ হাসিনা সরকারের অধীনে অনেক উন্নয়ন হয়েছে। যা বর্তমানে দৃশ্যমান। এমন কোনো খাত নেই উন্নয়ন হয়নি। এ উন্নয়নে দেশের জনগণ আবারও শেখ হাসিনার সরকারকে নির্বাচিত করবে। আমরা যে বাংলাদেশ সৃষ্টি করেছি এটা আরও উন্নত হবে। সারা পৃথিবীতে আমরা মর্যাদাশীল জাতি হয়ে মাথা উঁচু করে কথা বলবো।’
কৃষিমন্ত্রী শিক্ষার্থীদের অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, ‘আপনাদের শিশু সন্তানদের এখন থেকে সঠিক যত্ম নিতে হবে। তাদেরকে পুষ্টিকর ও নিরাপদ খাদ্য দিতে হবে। এতে তাদের মেধা আরও ভালো হবে। মেধা ভালো হলে তারা দেশ সেবায় এগিয়ে আসবে। তাই আপনারা নিজ-নিজ সন্তানদের যত্ম নিবেন।’
ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসলাম হোসাইনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে স্থানীয় উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনার রশীদ হীরা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামছুল হুদা ও জেবউন নাহার লিনা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রানা মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোর্শেদ প্রমুখ বক্তৃতা করেন।
বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক গণমাধ্যমকর্মী ও সুধিজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

© All rights reserved © 2025