ঢাকারবিবার , ৯ মার্চ ২০২৫
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ সংবাদ
  3. খেলাধূলা
  4. গ্যালারি
  5. জাতীয়
  6. জেলার সংবাদ
  7. ফিচার
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সাহিত্য ও সংস্কৃতি
আজকের সর্বশেষ সবখবর

ইফতার নিয়ে বিএনপির নতুন কর্মসূচি

madmin
মার্চ ৯, ২০২৫ ৬:৩৭ অপরাহ্ণ
Link Copied!

রাজনৈতিক দলগুলো এবং পেশাজীবীদের সম্মানে ইফতার মাহফিলের নতুন সূচি প্রকাশ করেছে বিএনপি। আগামী ১৯ মার্চ রাজনৈতিক দলগুলোর সম্মানে এবং ২১ মার্চ পেশাজীবীদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। দুটি ইফতারই হবে ইস্কাটনের লেডিস ক্লাবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান রবিবার এ তথ্য জানিয়েছেন।

এবার রমজানে বিএনপির পক্ষ থেকে চারটি ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে প্রথম রোজায় আলেম-ওলামা ও এতিম এবং গত ৬ মার্চ কূটনীতিকদের সম্মানে দলটির ইফতার মাহফিল হয়েছে।

পূর্বঘোষণা অনুযায়ী, রবিবার রাজনীতিকদের সম্মানে এবং ১২ ফেব্রুয়ারি পেশাজীবীদের সম্মানে ইফতার মাহফিল হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণে রাজনীতিবিদদের সম্মানে বিএনপির পূর্বঘোষিত ইফতার মাহফিলটি স্থগিত করা হয়।

গত শনিবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।