মুন্সীগঞ্জ-৩ (সদর–গজারিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সমাজকল্যাণ সম্পাদক মো. কামরুজ্জামান রতন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। শনিবার(৬ ডিসেম্বর) দুপুর ২টার দিকে গজারিয়া উপজেলার লক্ষ্মীপুরা গ্রামের নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি সাম্প্রতিক নানা অভিযোগের জবাব দেন।
এর আগে তিনি তার গ্রামের মসজিদে জোরের নামাজ আদায় শেষ মায়ের কবর জিয়ারত করার পর সংবাদ সম্মেলনে অংশ গ্রহণ করেন। তার আগমনে এলাকার মানুষ ফুলেল শুভেচছা জানায়। হাজার হাজার নেতাকর্মী মিছিল করে এবং তার পক্ষে শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে গজারিয়া ।
সংবাদ সম্মেলনে কামরুজ্জামান রতন বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত সুপারিশেই তিনি মনোনয়ন পেয়েছেন। মনোনয়ন প্রক্রিয়ায় কোনো ধরনের টাকার লেনদেন হয়নি উল্লেখ করে তিনি দাবি করেন—বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কখনো অর্থের বিনিময়ে দলের মনোনয়ন প্রদান করেন না। এসব কথাবার্তা সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর।
তিনি আরও বলেন, মনোনয়নকে কেন্দ্র করে যারা বিক্ষোভ করছেন এবং অস্থিরতা সৃষ্টি করছেন—তাদের বিষয়ে কেন্দ্রীয় নেতৃত্ব অবগত আছে। অপপ্রচারকারীদের বিরুদ্ধে দলই যথাযথ ব্যবস্থা নেবে। একই সঙ্গে তিনি বলেন, কেউ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চাইলে—আইনগতভাবে তারা তা করতে পারেন।
সংবাদ সম্মেলনে স্থানীয় নেতাকর্মী উপস্থিত থেকে রতনের প্রতি পুনরায় আস্থা প্রকাশ করেন এবং আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার ঘোষণা দেন। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মো. ইসহাক আলী, সাবেক ভিপি মাসুম, জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্নাসহ অন্যান্য নেতাকর্মী।