নবাগত পুলিশ সুপার মেনহাজুল আলমের দায়িত্ব নেওয়ার মাত্র একদিনের মধ্যেই মুন্সীগঞ্জে ডিবি পুলিশ একটি বড় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে। মুন্সীগঞ্জ সদরের রনছ (পারুলপাড়া) এলাকায় অভিযান চালিয়ে আব্দুল জব্বর ওরফে বাবু (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। সে ওই এলাকার আলোচিত মাদক কারবারি শান্তি বেগমের পুত্র। তার বিরুদ্ধে মাদক মামলা দিয়ে কোর্টে প্রেরণ করা হয়েছে। পরে আদালত জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে।
মঙ্গলবার বিকেল ৪টা ১০ মিনিটে এসআই (নি.) সৈয়দ হাসিব আহম্মেদ ও তার নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃত বাবু বৈখর (সরকার পাড়া) এলাকার অফিজ উদ্দিন সরকারের ছেলে। অভিযানে তার দেহ তল্লাশি ও স্বীকারোক্তি অনুযায়ী একটি কালো জিপার থেকে ৫১ পিস ইয়াবা, নীল পলিথিন থেকে ২ কেজি গাঁজা, এবং সাদা পলিথিনে মোড়ানো ১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দতালিকা প্রস্তুত করা হয়।
মুন্সীগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন রশিদ জানিয়েছেন, গ্রেপ্তারকৃত বাবুর বিরুদ্ধে মুন্সীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, মাদকসহ মোট ২১টি মামলা রয়েছে।
প্রসঙ্গত, গত সোমবার নবাগত পুলিশ সুপার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় মাদক কারবারি শান্তি ও তার পুত্রের বিরুদ্ধে বিস্তর অভিযোগ উপস্থাপন করার পর তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন। সভায় তিনি ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। গ্রেপ্তার এই ঘটনায় নতুন পুলিশ সুপারের প্রতিশ্রুতি বাস্তবায়িত হলো মাত্র এক দিনের মধ্যে।
স্থানীয়রা পুলিশি দ্রুত সিদ্ধান্তকে প্রশংসা করছেন এবং বলছেন, “নতুন নেতৃত্ব কার্যকর হলে আইনশৃঙ্খলা রক্ষায় দ্রুত ফল পাওয়া সম্ভব।”