জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় মিউটেশন ২.১ ভার্সন ও মানোন্নীত সফটওয়্যার পরিচালনার ওপর তিন দিনব্যাপী সোমবার (০১ ডিসেম্বর) প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের কারিগরি সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব শরীফ উল্যাহ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে প্রযুক্তি শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ভূমি সেবাকে সম্পূর্ণভাবে ডিজিটাল ও জনগণের জন্য আরও সহজলভ্য করতে প্রযুক্তির সঠিক ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সচেতনতা, দক্ষতা এবং দায়িত্বশীলতা সেবার মান বাড়াতে বিশেষ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।
প্রশিক্ষণে জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী ও মাঠ পর্যায়ের অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।