মুন্সীগঞ্জ সদর এলাকায় মেঘনা নদীর চর ঝাপটা ও চরকেওয়ার ইউনিয়নের তিনটি স্পটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সোমবার (০১ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩থেকে রাত ৯ পর্যন্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওমর ফারুকের নেতৃত্বে অভিযানে গজারিয়া সেনাবাহিনী ক্যাম্পের ক্যাপ্টেন শাহরিয়ার ও তার টিম এবং চর আব্দুল্লাহপুর ও মুক্তারপুর নৌ-পুলিশ সহযোগিতা করেন।
অভিযানকালে চারটি অবৈধ ড্রেজার জব্দ করা হয়। বালু উত্তোলনে সহায়তার জন্য প্রাথমিকভাবে ১১ জন শ্রমিককে গ্রেপ্তার করা হয়। পরে চারটি ড্রেজারের মালিককে পাওয়া গেলে তাদের উপর মোট পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। গ্রেপ্তারকৃত শ্রমিকদের বালু উত্তোলনে আর কোনো সহায়তা না করার শর্তে মুচলেকা নিয়ে মালিকের কাছে হস্তান্তর করা হয়।