মুন্সীগঞ্জে নবাগত পুলিশ সুপার মেনহাজুল আলম ও জেলার স্থানীয় সাংবাদিকদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার( ১ ডিসেম্বর) বিকাল ৩টায় জেলা পুলিশের সম্মেলন কক্ষে আয়োজিত এ বৈঠকে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা অংশ নেন।
সভায় সংবাদকর্মীরা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা, অপরাধ দমন, তথ্যপ্রবাহ শক্তিশালীকরণসহ বিভিন্ন সুপারিশ ও মতামত উপস্থাপন করেন। বিশেষ করে পাঁচ চরের সহিংসতা, স্কুল আঙ্গিনায় কিশোরগ্যাংয়ের দৌরাত্ম্য, মাদক ও অবৈধ বালু ব্যবসা, বিট অফিসারদের অনিয়মসহ গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করা হয়।
পুলিশ সুপার সাংবাদিকদের সহযোগিতার প্রশংসা করে বলেন, সঠিক তথ্য ও ইতিবাচক যোগাযোগ নিরাপত্তা ব্যবস্থাকে আরও গতিশীল করে। তিনি মাঠপর্যায়ের কার্যক্রম স্বচ্ছ রাখা এবং জনসেবামুখী পুলিশিং জোরদারের প্রতি অঙ্গীকার ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপারসহ বিভিন্ন থানা ও ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।