যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের বাংলাদেশ বিরোধী বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় মুক্তি কাউন্সিল। বুধবার সংগঠনটির সম্পাদক ফয়জুল হাকিম এক বিবৃতিতে এ নিন্দা জানান।
ভারতে বসে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে তুলসী গাবার্ডের মন্তব্যের কঠোর সমালোচনা করে ফয়জুল হাকিম বলেন, কোনো নির্দিষ্ট তথ্য প্রমাণ ছাড়াই এ ধরনের বিভ্রান্তিকর অভিযোগ অন্যায় ও অতিরঞ্জিতভাবে উপস্থাপনা করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
বিবৃতিতে আরও তিনি বলেন, বাংলাদেশের জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর থেকে উগ্র হিন্দুত্ববাদী ভারত সরকার এবং ভারতের শাসক শ্রেণীর মিডিয়া অব্যাহতভাবে বাংলাদেশ বিরোধী অপপ্রচার চালিয়ে যাচ্ছে। বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রের তকমা লাগানোর ষড়যন্ত্র করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড সেই অপপ্রচারের পালে বাতাস দিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থান দমনে পতিত ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা সরকার গুলি করে প্রায় ২ হাজার মানুষকে হত্যা এবং প্রায় ২০ হাজার মানুষকে আহত, পঙ্গু ও দৃষ্টিহীন করলেও এ সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড সম্পূর্ণ নীরব। এতে বোঝার অসুবিধা হয় না যে যুক্তরাষ্ট্রে সরকার দিল্লির চোখে বাংলাদেশকে দেখার নীতি অবলম্বন করেছে।