ঢাকারবিবার , ৯ মার্চ ২০২৫
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ সংবাদ
  3. খেলাধূলা
  4. গ্যালারি
  5. জাতীয়
  6. জেলার সংবাদ
  7. ফিচার
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সাহিত্য ও সংস্কৃতি
আজকের সর্বশেষ সবখবর

বিরাট-আনুশকার বিয়ের অন্দরমহলের অজানা তথ্য সামনে এলো

madmin
মার্চ ৯, ২০২৫ ৬:৪২ অপরাহ্ণ
Link Copied!

সবাইকে চমকে দিয়ে বিয়ে করেছিলেন ভারতীয় জাতীয় দলের ক্রিকেটার বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। ২০১৭ সালে ইতালিতে গিয়ে বিয়ে করেছিলেন এ তারকা দম্পতি। সেই সময় থেকেই ‘ডেস্টিনেশন ওয়েডিং’ চল হয়ে দাঁড়ায়। কিন্তু বিয়ের অন্দরমহল নাকি বেশ ঘরোয়া ছিল। বিরাট-আনুশকার বিয়ের খুঁটিনাটি নিয়ে সম্প্রতি কথা বললেন চিত্রগ্রাহক জোসেফ রাধিক। এ তারকা দম্পতির বিয়ের ছবি তোলার দায়িত্বে ছিলেন তিনিই।

জোসেফ জানিয়েছেন, বিরাট ও আনুশকার বিয়ের আসর নাকি খুবই ঘরোয়া ছিল। বাড়ির জমায়েতের মতোই ছিল আবহ। সেই একই সালে জোসেফ নিজেও বিয়ে করেছিলেন। সেই বছরের ডিসেম্বর মাসে ছিল বিরুষ্কার বিয়ে। জোসেফ বলেন, বিরাট-আনুশকার বিয়ে ঠিক ঘরোয়া পার্টির মতোই মনে হয়েছিল। যে যার মতো করে স্বচ্ছন্দে ছিল। বিয়ের আড়ম্বরের চাপে কারও অসুবিধা হয়নি। বরং স্বস্তিতে সবাই সময় কাটিয়েছিলেন বলে জানান চিত্রগ্রাহক।

বিরাট-আনুশকার বিয়েতে উপস্থিত ছিলেন মাত্র ৪০ জন। এর আগে বিবাহ-চিত্রনির্মাতা বিশালও বিরাট-আনুশকার বিয়ের প্রশংসা করেছিলেন। তিনি বলেছিলেন—ইতালির তাসকানিতে বিয়ে করেছিলেন বিরাট ও আনুশকা। সত্যিই খুব সুন্দর ছিল সেই বিয়ের আসর। খুব কাছের কয়েকজন ছিলেন বিয়ের আসরে। ৪০ জনের মধ্যেই ছিলেন ওদের বাবা-মা, পরিবার এবং প্রসাধনী শিল্পী ও আমরা। বিয়ের সময়ে ওদের কেউ বিরক্ত করেনি।

বিরাট-আনুশকার বিয়ের আবহ যেন কোনো স্বপ্নের দৃশ্যের মতো, জানিয়েছিলেন বিশাল। বিয়ের আসরেও বর ও কনের পোশাকের রঙের মতোই স্নিগ্ধতা ছিল বলে জানান তিনি। বর্তমানে বিরাট-আনুশকার দুই সন্তান ভামিকা ও অকায়।