আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর–সিরাজদিখান) আসনে পরিবর্তনের বার্তা নিয়ে সক্রিয় হয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত এমপি প্রার্থী এডভোকেট আব্দুর রহমান। এলাকায় জোরেশোরে গণসংযোগ, পথসভা ও মতবিনিময় কর্মসূচিতে ব্যস্ত সময় পার করছেন তিনি।
শ্রীনগরের ভাগ্যকুলে জন্ম নেওয়া এডভোকেট আব্দুর রহমান দীর্ঘদিন ধরে আইন পেশার পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। বর্তমানে তিনি মুন্সীগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন।
২০১৯ সালে তিনি স্থানীয় তরুণদের মধ্যে বই পড়ার আগ্রহ বাড়াতে এবং জ্ঞানভিত্তিক সমাজ গঠনের উদ্দেশ্যে ভাগ্যকুল পাঠাগার ও সাংস্কৃতিক কেন্দ্রের কার্যক্রমে সম্পৃক্ত হন। প্রতিষ্ঠার শুরু থেকেই পাঠচক্র, সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিতর্ক আয়োজন ও বিনামূল্যে বই বিতরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন তিনি।
নির্বাচনী প্রতিশ্রুতি সম্পর্কে এডভোকেট রহমান বলেন,
“এই অঞ্চলের কৃষক, শ্রমজীবী ও মধ্যবিত্ত মানুষের অধিকার রক্ষা আমার রাজনীতির মূল লক্ষ্য। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান এবং দুর্নীতি প্রতিরোধ—এই পাঁচ স্তম্ভের ভিত্তিতেই একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়তে চাই।”
তিনি জানান, নির্বাচনী এলাকায় বাড়ি–বাড়ি যোগাযোগ, উঠান বৈঠক, পথসভা ও মতবিনিময়ের প্রস্তুতি নিয়েছেন। ভোটারদের সঙ্গে কথা বলে তাদের বাস্তব সমস্যার কথা শুনছেন এবং সমাধানে বাস্তবসম্মত পরিকল্পনার কথা তুলে ধরছেন।
স্থানীয়দের মতে, তরুণদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলা এবং সাংস্কৃতিক বিকাশে তার উদ্যোগ ইতোমধ্যে এলাকায় ইতিবাচক সাড়া ফেলেছে। বহু মানুষ তাকে “পরিবর্তনের সৎ কণ্ঠ” হিসেবে দেখছেন।
আসন্ন নির্বাচনে জনগণের সমর্থন প্রত্যাশা করে তিনি বলেন,
“মানুষ উন্নয়ন চায়, কিন্তু সেই উন্নয়ন যেন সমঅধিকারভিত্তিক হয়—এটাই আমার লড়াই।”