অবকাঠামো উন্নতিকরণ প্রোগ্রামের আওতায় পৌরসভার মহাপরিকল্পনা (মাস্টার প্ল্যান) প্রণয়ন বিষয়ে মুন্সীগঞ্জ পৌরসভার উদ্যোগে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সফিউদ্দিন মিলনায়তনে ফোকাস গ্রুপ ডিসকাশন (FGD) এর অংশ হিসেবে এ আলোচনা সভার আয়োজন করে পরামর্শক প্রতিষ্ঠান ডেভেলপমেন্ট ডিজাইন কনসালটেন্ট লিমিটেড।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন শহর পরিকল্পনাবিদ সুস্মিতা রহমান, হিসাব রক্ষণ কর্মকর্তা কামরুল আলম, ডেভেলপমেন্ট ডিজাইন কনসালটেন্ট লিমিটেডের ইঞ্জিনিয়ার আনসার হোসেন ও ইঞ্জিনিয়ার মো. পরশ হোসেন।
মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুজন হায়দার জনি, সহ-সভাপতি রশীদ আহমেদ, গোলজার হোসেন, সাবেক সভাপতি শহীদ ই হাসান তুহিন, মুন্সীগঞ্জের সময় পত্রিকার সম্পাদক মঈনুদ্দিন আহমেদ সুমন, সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশীদ খোকা, সাবেক সাংগঠনিক সম্পাদক সুমন ইসলাম, যুগ্ম-সম্পাদক শেখ মো. রতন, রাজিবুল হাসান জুয়েলসহ পেশাজীবী ও সাংবাদিক প্রতিনিধিরা সভায় অংশ নেন।
মতবিনিময় সভায় পরিকল্পিত নগর গঠন, সড়ক উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন, বর্জ্য নিষ্কাশন, শিক্ষা অবকাঠামো উন্নয়নসহ পৌরসভার সার্বিক চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। অংশগ্রহণকারীরা শহরের দীর্ঘমেয়াদি উন্নয়ন নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও মতামত প্রদান করেন।
পরিকল্পিত নগরায়ণ ও টেকসই উন্নয়নের লক্ষ্যে এ ধরনের মতবিনিময় সভা পৌরসভার পরবর্তী উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।